Mywapblog এর পোস্ট কে ফেসবুক প্রোফাইলে অটোমেটিক শেয়ার করুন

mywapblog হচ্ছে বর্তমানে স্মার্টফোন ব্যাবহারিকদের জন্য জনপ্রিয় একটি জনপ্রিয় ব্লগিং প্লাটফর্ম।

mywapblog মোবাইল ফ্রেন্ডলি হওয়ায় বর্তমানে এর জনপ্রিয়তা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে।  আর প্রতিদিন তৈরি হচ্ছে শত শত ব্লগ।

তো চলুন দেখা যাক কিভাবে mywapblog এ খোলা ব্লগ সমূহের পোস্ট auto ফেসবুকে শেয়ার করবেন।


বলে রাখভি এক্ষেত্রে ব্লগে করা প্রতিটি পোস্ট ২-৩ মিনিটের মধ্য সয়ংক্রিয় ভাবে আপনার ফেসবুক আইডিতে শেয়ার করা হবে।

যেভাবে করবেন :-

প্রথমে আপনি যে ফেসবুক আইডিতে পোস্টগুলো শেয়ার করতে চান,  সেটাতে লগ ইন করুন।

এবার ব্রাউজারের new tab open করে mywapblog এ login করুন , এবং connect সিলেক্ট করুন।


এবার নিচের ছবির মত করে আবারও  Facebook এর connect এ ক্লিক করুন।



এবার ok. প্রেস করুন।



ব্যাস আপনার আইডি connect হয়ে গেছে ।  যদি সবকিছু সফলভাবে করেন তবে আপনাকে পুনঃরায় connect পেজে নিয়ে আসবে এবং এবার connect লেখাটি হবে সবুজ রংয়ের।


Share on Google Plus

About S Alam

প্রযুক্তির ব্যাপারে আগ্রহ অনেক। তাই জানতে চেস্টা করি এবং জানা জিনিসগুলো সবার মাধ্যে ছড়িয়ে দিতে চাই। আর সেই উদ্দেশ্যেই আমার এ লেখা।
    Blogger
    Facebook

0 comments:

Post a Comment

পোস্টটি পড়ার পর যদি আপনার এ সম্পর্কিত কোন সমস্যা, তথ্য বা ত্রুটি পেয়ে থাকেন তবে দয়াকরে একটি কমেন্ট করুন।