বাজারে আসছে ব্লুটুথের ৫.০ ভার্সন

ব্যবহারকারী ও যন্ত্রের মধ্যকার
যোগাযোগের মাধ্যম হিসেবে পরিচিত
ব্লুটুথ প্রযুক্তির হালনাগাদ আনছে ব্লুটুথ
স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (এসআইজি)। এ
বছরের শেষ দিকে বা আগামী বছরের
শুরুতে ব্লুটুথ ৫.০ প্রযুক্তি উন্মুক্ত হতে
পারে ।
ব্লুটুথ


পিসি ম্যাগাজিনের এক তথ্য অনুযায়ী,
আগামী বছর ব্লুটুথের মানের হালনাগাদ
সংস্করণ এলে এর পারফরম্যান্সের দারুণ
উন্নতি হবে।

ব্লুটুথের নতুন সংস্করণে আরও বেশি
আওতা ও গতি বাড়বে। 

বর্তমানে ব্লুটুথের যে গগতি আছে নতুন সংস্করণে গতি চার গুণ বাড়বে। এ ছাড়া ব্লুটুথে বর্তমানে যেসব ফাইল সাপোর্ট করে নতুন সংস্করণে আরো নতুন ফাইলের সাপোর্ট করবে এবং ফাইল ট্রান্সফার দ্রুতগতির হবে  ।

ব্লুটুথের মান নির্ধারণী সংস্থাটির পক্ষ
থেকে বলা হয়েছে, ব্লুটুথ ৫ সংস্করণে
লোকেশন-সম্পর্কিত তথ্য ও নেভিগেশন-
সেবার মতো ফাংশন যুক্ত হবে।

 উল্লেখ্য,
ব্লুটুথ এসআইজি প্রতিষ্ঠানটি অ্যাপল,
ইনটেল, মাইক্রোসফটের মতো প্রযুক্তি
প্রতিষ্ঠানগুলোর সহায়তায় গড়ে উঠেছে।

এসআইজির তথ্য অনুযায়ী, বর্তমান বিশ্বে
৮২০ কোটি যন্ত্রে ব্লুটুথ ব্যবহৃত হচ্ছে।

২০২০ সাল নাগাদ ইন্টারনেট-সুবিধাযুক্ত
যন্ত্রগুলোর (আইওটি) মধ্যে এক-তৃতীয়াংশ
যন্ত্রে ব্লুটুথ-সুবিধা যুক্ত হবে।

তথ্যসূত্র : ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস।

Share on Google Plus

About S Alam

প্রযুক্তির ব্যাপারে আগ্রহ অনেক। তাই জানতে চেস্টা করি এবং জানা জিনিসগুলো সবার মাধ্যে ছড়িয়ে দিতে চাই। আর সেই উদ্দেশ্যেই আমার এ লেখা।
    Blogger
    Facebook

0 comments:

Post a Comment

পোস্টটি পড়ার পর যদি আপনার এ সম্পর্কিত কোন সমস্যা, তথ্য বা ত্রুটি পেয়ে থাকেন তবে দয়াকরে একটি কমেন্ট করুন।