Facebook ID hack হলে যেভাবে ফিরিয়ে আনবেন

Facebook ID Hack





ফেসবুক,  বর্তমানে এমন ফ্লাটফর্ম যেখানে আমরা আমাদের জীবনের অনেক সময় ব্যায় করে দিচ্ছি।

অনেক স্বাধের আইডি হঠাৎ করেই হ্যাকারদের পাল্লায়!

কি করবেন তখন,  যদি আপনার সাথেও এমনটি ঘটে?

তো চলুন দেখি হ্যাক হলে কি করবেন :-

একটি ফেসবুক আইডি হ্যাক হওয়ার পরে হ্যাকার প্রথমেই আইডির নাম্বার বা মেইল চেন্জ করে।

তো যদি আপনার আইডিতে মেইল এড করা থাকে,  তবে ফেসবুক আইডি থেকে আপনার নাম্বার, মেইল বা পাসোয়ার্ড চেন্জ করার সাথে সাথে একটা মেসেজ আসবে।

এবার যদি হ্যাকার আপনার আইডির নাম্বার পাস রিমুভ করে তবে দেরি না করে সাথে সাথে আপনার মেইলে লগইন করুন।

দেখুন নিচের মত একটা মেসেজ আসছে!

Hack Alart Massage


এবার দেরি না করে Secure Your Account এ ক্লিক করুন। (লাল দাগে চিহ্নিত)

এবার আপনাকে যা যা করতে বলবে করুন ,  ইনশাআল্লাহ আপনার আইডি ফিরে পাবেন ।

বিঃদ্রঃ কাজটা অবশ্যই হ্যাক হওয়ার সাথে সাথে করার চেস্টা করবেন।  মনে রাখবেন যত তাড়াতাড়ি করবেন ততই ভালো, নাহলে কাজ করবে না 
Share on Google Plus

About S Alam

প্রযুক্তির ব্যাপারে আগ্রহ অনেক। তাই জানতে চেস্টা করি এবং জানা জিনিসগুলো সবার মাধ্যে ছড়িয়ে দিতে চাই। আর সেই উদ্দেশ্যেই আমার এ লেখা।
    Blogger
    Facebook

0 comments:

Post a Comment

পোস্টটি পড়ার পর যদি আপনার এ সম্পর্কিত কোন সমস্যা, তথ্য বা ত্রুটি পেয়ে থাকেন তবে দয়াকরে একটি কমেন্ট করুন।