বিট কয়েন কি? What is Bit Coin?

Bit Coin :-  bit coin কি তা অামরা অনেকেই জানিনা  ।  তো চলুন আজকে এই bit coin কি তা জেনে নেয়া যাক।

bit-coin
What is Bit Coin ? 







Bit Coin হল লেনদেন করার একটি
সাংকেতিক মুদ্রা।

 ২০০৮ সালে
সাতোশি নাকামোতো নামের একজন এই
মুদ্রাব্যবস্থার প্রচলন করেন।

তিনি
এই মুদ্রাব্যবস্থাকে পিয়ার-টু-পিয়ার
লেনদেন নামে অভিহিত করেন।

বিটকয়েনের লেনদেনটি বিটকয়েন
মাইনার নামে একটি সার্ভার কর্তৃক
সুরক্ষিত থাকে।

 পিয়ার-টু-পিয়ার
যোগাযোগ ব্যাবস্থায় যুক্ত থাকা
একাধিক কম্পিউটার বা
স্মার্টফোনের মধ্যে বিটকয়েন
লেনদেন হলে এর কেন্দ্রীয় সার্ভার
ব্যবহারকারীর লেজার হালনাগাদ
করে দেয়।

 একটি লেনদেন সম্পন্ন
হওয়ার সাথে সাথে নতুন বিটকয়েন
উৎপন্ন হয়।

২১৪০ সাল পর্যন্ত নতুন সৃষ্ট
বিটকয়েনগুলো প্রত্যেক চার বছর
পরপর অর্ধেকে নেমে আসবে।

 ২১৪০
সালের পর ২১ মিলিয়ন বিটকয়েন
তৈরী হয়ে গেলে আর কোন নতুন
বিটকয়েন তৈরী করা হবে না।

এক বিটকয়েন সমান কত ডলার
তা জানলেই মাথা হ্যাং হয়ে যাবে !

১ বিট কয়েন = ৩০০+ ডলার
৩০০+ ডলার = ২৩৪০০+ টাকা

Share on Google Plus

About S Alam

প্রযুক্তির ব্যাপারে আগ্রহ অনেক। তাই জানতে চেস্টা করি এবং জানা জিনিসগুলো সবার মাধ্যে ছড়িয়ে দিতে চাই। আর সেই উদ্দেশ্যেই আমার এ লেখা।
    Blogger
    Facebook

0 comments:

Post a Comment

পোস্টটি পড়ার পর যদি আপনার এ সম্পর্কিত কোন সমস্যা, তথ্য বা ত্রুটি পেয়ে থাকেন তবে দয়াকরে একটি কমেন্ট করুন।