জানেন Li-fi কী?

li-fi
What is Li-fi ? 





Li-fi :-  সম্প্রতি আমরা বিভিন্ন মাধ্যমে হতে হয়তোবা li-fi এর সম্পর্কে কিছুটা শুনেছি,কিন্তু আমরা জানি না লাই ফাই ( li-fi ) কি? আর না শুনাটাও আশ্চার্য নয় কারন li-fi জিনিসটা মাত্র প্রচারের পথে।
.
Li-Fi এর পূর্নরূপ হল Light Fidelity।

 আমরা নিশ্চয়ই সবাই Wi-fi সম্পর্কে জানি,যেখানে আমরা  wireless ফ্রিকুয়েন্সি এর মাধ্যমে ইন্টারনেট ইউজ করতে পারি।


ঠিক Li-fi এর মাধ্যমেও আমরা ইন্টারনেট ইউজ করতে পারব ,  তবে একটু ব্যাতিক্রমিভাবে।

li-fi কাজ করবে বাল্বের মাধ্যমে বা সহজভাষায় আলোর মাধ্যমে।

li-fi-connectivity
Li-fi connectivity 









ধরুন একটি Led লাইটে এ বিভিজ্ন সময় বিভিন্ন মাত্রার বিদ্যুৎ প্রয়োগ করলে এর আলোর কিছুটা তারতম্য ঘটবে ।

ঠিক একই ভাবে ইন্টারনেটকে যদি একটি অসংখ্য led সংবলিত লাইটে বিশেষ প্রক্রিয়াকরনের মাধ্যমে প্রেরন করা হয় তবে সেটি ইন্টারনেটকে আলো রূপে আসে পাশে ছড়িয়ে দিবে।

আর সেই আলোর সংস্পর্শে থাকা প্রতিটি ডিভাইস একটি li-fi  রিসিভার এর মাধ্যমে সেই আলোর মধ্যমে তথ্য আদান প্রদান করতে পারবে বা সহজে বলতে গেলে ইন্টারনেট ব্যাবহার করতে পারবে।

আর এ গতি হবে আলোর গতির সমান !!

li-fi vs wi-fi
Li-fi Vs wi-fi who is first




Share on Google Plus

About S Alam

প্রযুক্তির ব্যাপারে আগ্রহ অনেক। তাই জানতে চেস্টা করি এবং জানা জিনিসগুলো সবার মাধ্যে ছড়িয়ে দিতে চাই। আর সেই উদ্দেশ্যেই আমার এ লেখা।
    Blogger
    Facebook

0 comments:

Post a Comment

পোস্টটি পড়ার পর যদি আপনার এ সম্পর্কিত কোন সমস্যা, তথ্য বা ত্রুটি পেয়ে থাকেন তবে দয়াকরে একটি কমেন্ট করুন।