সার্টিফিকেটের ভুল সংশোধনে যা করবেন

প্রথমত, নাম বা জন্মতারিখের ভুল
সংশোধনের জন্য একটি দৈনিক
পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে।

বিজ্ঞপ্তিতে তোমার সার্টিফিকেট
নাম, বাবার নাম, মায়ের নাম, শাখা,
পরীক্ষার সাল, পরীক্ষা কেন্দ্রের নাম,
রোল নম্বর, বোর্ডের নাম এবং
জন্মতারিখ উল্লেখ করে যা সংশোধন
করতে চাও (প্রার্থীর নাম, বাবার নাম,
মায়ের নাম বা জন্মতারিখ) তা
সংক্ষেপে উল্লেখ করতে হবে।

তারপর পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের
পর যে শিক্ষা বোর্ডের অধীনে
পরীক্ষা দিয়েছো সেই শিক্ষা
বোর্ডের 'তথ্য সংগ্রহ কেন্দ্র' অথবা
'বৃত্তি বিভাগ' থেকে আবেদনপত্র সংগ্রহ
করে নির্ভুলভাবে পূরণ করতে হবে।

প্রার্থীর নাম, বাবার বা মায়ের নাম
কিংবা জন্মতারিখ সংশোধনের জন্য
(জরুরি ফিসহ) সম্ভবত ৫০০ টাকা জমা
দিতে হয়। এ ফি সোনালী ব্যাংকের
ডিমান্ড ড্রাফটের মাধ্যমে বোর্ডের
সচিব বরাবর জমা দিতে হবে।

টাকা জমা হওয়ার পর আবেদন কার্যকর হবে।

আবেদনপত্রের সঙ্গে ব্যাংক ড্রাফটের
মূল কপি, পত্রিকায় বিজ্ঞপ্তির কাটিং,
মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষার
সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি,
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান কর্তৃক
সত্যায়িত এক কপি পাসপোর্ট আকারের
ছবি এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট
বা নোটারি পাবলিকের কাছে নাম বা
জন্মতারিখ সংশোধন সম্পর্কে
এফিডেভিট করে তার মূল কপি জমা
দিতে হবে। তোমার নিজের নাম
সংশোধনের জন্য (তোমার বয়স ধরে
নিচ্ছি ১৮ বছরের কম) নন-জুডিশিয়াল
স্ট্যাম্পে তোমার বাবা কর্তৃক প্রথম
শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা নোটারি
পাবলিকের কাছ থেকে এফিডেভিট
করতে হবে এবং মূল কপি জমা দিতে হবে।

নাম ও জন্মতারিখ সংশোধনের জন্য
আবেদন গ্রহণের এক মাসের মধ্যে বোর্ড
আবেদনকারী এবং তার
শিক্ষাপ্রতিষ্ঠানের একজন শিক্ষকসহ
একটি মিটিংয়ে বসে। এ মিটিংয়েই
প্রার্থীর আবেদন যাচাই-বাছাই করে
সিদ্ধান্ত নেওয়া হয়। মিটিংয়ে বসার
নিদেনপক্ষে ১০ থেকে ১৫ দিন আগেই
আবেদনকারীর ঠিকানায় চিঠি দিয়ে
জানানো হয়। জরুরি প্রয়োজনের
ক্ষেত্রে বোর্ডের চেয়ারম্যানের
বিশেষ বিবেচনায় একদিনের মধ্যেও নাম
ও জন্মতারিখ সংশোধন করার সুযোগ
আছে।

যেহেতু ন্যাশনাল আইডি কার্ড তৈরিতে
তোমার এস এস সি সার্টিফিকেটের কপি
লাগবে সেহেতু ভিন্ন নামে আইডি করার
সুযোগ নেই বলেই জানি। তাই সবচে'
ভালো আগে সার্টিফিকেটের নামটা
পরিবর্তন করে নাও।ন্যাশনাল আইডি
সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করো
এই লিঙ্কে- www.nidw.gov.bd ধন্যবাদ

লিখেছেন :
অথই নীলিমা
প্রভাষক
পদার্থবিজ্ঞান বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়
google.com.bd থেকে সংগ্রহীত
Share on Google Plus

About S Alam

প্রযুক্তির ব্যাপারে আগ্রহ অনেক। তাই জানতে চেস্টা করি এবং জানা জিনিসগুলো সবার মাধ্যে ছড়িয়ে দিতে চাই। আর সেই উদ্দেশ্যেই আমার এ লেখা।
    Blogger
    Facebook

0 comments:

Post a Comment

পোস্টটি পড়ার পর যদি আপনার এ সম্পর্কিত কোন সমস্যা, তথ্য বা ত্রুটি পেয়ে থাকেন তবে দয়াকরে একটি কমেন্ট করুন।