আমার মত হয়তো অনেকেই
আছেন যারা ব্লগ সম্পর্কে
কিছুই জানেন না কিন্তু ব্লগে
যুক্ত হতে চান ।
আছেন যারা ব্লগ সম্পর্কে
কিছুই জানেন না কিন্তু ব্লগে
যুক্ত হতে চান ।
তখন হয়তো বড় কোন ভাইকে
প্রশ্ন করেন কিভাবে ,কই
থেকে ব্লগ শুরু করবেন এই
সম্পর্কে ।
প্রশ্ন করেন কিভাবে ,কই
থেকে ব্লগ শুরু করবেন এই
সম্পর্কে ।
অনেকে বলে ওয়ার্ডপ্রেস
আবার হয়তো অনেকে বলবে
ব্লগার ।
তখন ঠিক করতে পারেন না
কিভাবে শুরু করবেন ।
কিভাবে শুরু করবেন ।
তাদের জন্যই আমার আজকের
লিখাটা।
লিখাটা।
আর হ্যা ওয়ার্ডপ্রেসও
অনেক ভালো ।
অনেক ভালো ।
ব্লগার ব্লগের বিভিন্ন
সুবিধা সম্পর্কে যানার
আগে আমাদের যানা
দরকার ব্লগার কি এবং
এর মালিককে এবং এর
উৎপত্তি কথা থেকে ?
সুবিধা সম্পর্কে যানার
আগে আমাদের যানা
দরকার ব্লগার কি এবং
এর মালিককে এবং এর
উৎপত্তি কথা থেকে ?
১ :- ব্লগার কি ? এবং এর
উৎপত্তি কোথা থেকে?
উৎপত্তি কোথা থেকে?
ব্লগারের জন্ম ১৯৯৯ সালের
২৩শে অগাস্ট ওয়েব
আপ্লিকেশন তৈরির
কোম্পানি পায়রা ল্যাব এর
হাত ধরে।পরবর্তীতে জায়ান্ট
সার্চ ইঞ্জিন গুগল পায়রা
ল্যাব কিনে নেয় ২০০৪ সালের
০২রা মে তারিখে এবং তারা
এর ডেভেলোপমেন্ট এর কাজ
শুরু করে।ব্লগার এর হোস্টিং
গুগলের নিজস্ব সার্ভারে
হোস্টিং এবং এর সাবডোমেন
ব্লগস্পট( blogspot ) নামে
পরিচিত। তাহলে বুজতেই
পারছি ব্লগার ব্লগের জন্ম
দতা পায়রা ল্যাব এবং এর
বর্তমান মালিক গুগল ।
২ :- ব্লগার ব্লগে অ্যাকাউন্ট
করতে কি কি দরকার হয় ?
করতে কি কি দরকার হয় ?
ব্লগার ব্লগ তৈরী করতে
প্রথমে দরকার একটি জিমেইল
অ্যাকাউন্ট । আপনার যদি
আগে থেকে জিমেইল
অ্যাকাউন্ট থাকে তাহলে আর
কোন কোথাই নাই আর যদি না
থাকে তাহলে এখান থেকে
একটি অ্যাকাউন্ট খুনে নিন ।
প্রথমে দরকার একটি জিমেইল
অ্যাকাউন্ট । আপনার যদি
আগে থেকে জিমেইল
অ্যাকাউন্ট থাকে তাহলে আর
কোন কোথাই নাই আর যদি না
থাকে তাহলে এখান থেকে
একটি অ্যাকাউন্ট খুনে নিন ।
তারপর www.Blogger.com এ গিয়ে
করে অ্যাকাউন্ট করে ব্লগিং
শুরু করে দিন ।
আরো অনেক কিছু ।
করে অ্যাকাউন্ট করে ব্লগিং
শুরু করে দিন ।
আরো অনেক কিছু ।
আপনি একটি ব্লগার
অ্যাকাউন্ট দিয়ে ভিন্ন নাম
দিয়ে অনেক ব্লগ করতে
পারেন ।
অ্যাকাউন্ট দিয়ে ভিন্ন নাম
দিয়ে অনেক ব্লগ করতে
পারেন ।
একটি ব্লগে পোস্ট করার
বিষয়ে কোন লিমিট নেই
আপনি যতো ইছে পোস্ট করতে
পারেন । এক কথাই
উনলিমিটেড পোস্ট করত
পারেন । এ ক্ষেত্রে ব্লগার
আপনার পোষ্ট ডিলিট করবে
না । তবে আপনি ইছে করলে
পোস্ট ডিলিট করতে পারে ।
বিষয়ে কোন লিমিট নেই
আপনি যতো ইছে পোস্ট করতে
পারেন । এক কথাই
উনলিমিটেড পোস্ট করত
পারেন । এ ক্ষেত্রে ব্লগার
আপনার পোষ্ট ডিলিট করবে
না । তবে আপনি ইছে করলে
পোস্ট ডিলিট করতে পারে ।
আপনার ব্লগে যতো খুশি
কমেন্ট পোস্ট করতে পারে ।
কমেন্ট পোস্ট করতে পারে ।
পুরনো কোন কমেন্ট ডিলিট
হবে না ।
হবে না ।
এখানেও ব্লগার আপনার পথের
কাটা হবেনা আপনি যতো খুশি
বড় পোস্ট করতে পারেন । তবে
অবশ্যই আপনি আপনার প্রয়জন
অনুযায়ী পোস্ট করবেন কারন
বেশি বড় পোস্ট দেখে যেন
ভিজিটর ঘাবড়ে না যাই । তাই
দরকার ছাড়া অহেতুক পোস্টকে
বড় না করাই ভালো ।
কাটা হবেনা আপনি যতো খুশি
বড় পোস্ট করতে পারেন । তবে
অবশ্যই আপনি আপনার প্রয়জন
অনুযায়ী পোস্ট করবেন কারন
বেশি বড় পোস্ট দেখে যেন
ভিজিটর ঘাবড়ে না যাই । তাই
দরকার ছাড়া অহেতুক পোস্টকে
বড় না করাই ভালো ।
প্রতিটি পেজের জন্য ব্লগার
একটি লিমিট বেধে দিয়েছে ।
একটি লিমিট বেধে দিয়েছে ।
প্রতিটি পেজের জন্য
আপনাকে ১ MB করে দিয়েছে
আর তা যথেস্ট দিয়েছে ।
আপনাকে ১ MB করে দিয়েছে
আর তা যথেস্ট দিয়েছে ।
আপনি আপনার একটি ব্লগে
মোট ১০০ জন মতো অতিথি
লেখক যুক্ত করতে পারেন ।
মোট ১০০ জন মতো অতিথি
লেখক যুক্ত করতে পারেন ।
এবাং তারা সবাই আপনার
ব্লগে ইছে করলে লিখতে
পারবে ।
আপনি ইছে করলে আপনার
ব্লগে ডেস্ক্রিপশন দিতে
পারেন এটা অবশ্য আপনি
সেটিংস্ এ পেয়ে যাবে ।
ব্লগে ডেস্ক্রিপশন দিতে
পারেন এটা অবশ্য আপনি
সেটিংস্ এ পেয়ে যাবে ।
যাই
হোক আপনি ব্লগ ডিস্ক্রিপশন
দেবার জন্য সর্ব মোট ৫০০ শব্দ
ব্যবহার করতে পারবেন তার
বেশি না ।
হোক আপনি ব্লগ ডিস্ক্রিপশন
দেবার জন্য সর্ব মোট ৫০০ শব্দ
ব্যবহার করতে পারবেন তার
বেশি না ।
যদি আপনি ৫০০ এর
বেশি শব্দ ব্যবহার করেন
তাহলে সেটা প্রদর্শন নাও
হতে পারে ।
বেশি শব্দ ব্যবহার করেন
তাহলে সেটা প্রদর্শন নাও
হতে পারে ।
লেবেল বা বিভাগ বা ট্যাগ
বাপরে বাপ । :-P
বাপরে বাপ । :-P
আপনি মোট
২০০০ লেবেল বা বিভাগ বা
ট্যাগ যুক্ত করতে পারবেন ।
২০০০ লেবেল বা বিভাগ বা
ট্যাগ যুক্ত করতে পারবেন ।
তবে প্রতিটি পোস্টের
ক্ষেত্রে সিমাবধ্যতা আছে
প্রতি পোস্টে সর্ব মোট ২০ টি
মতো যুক্ত পারবেন তার কিছু
বেশিও হতে পারে ।
ক্ষেত্রে সিমাবধ্যতা আছে
প্রতি পোস্টে সর্ব মোট ২০ টি
মতো যুক্ত পারবেন তার কিছু
বেশিও হতে পারে ।
ব্লগার যেহেতু গুগল এর আর
গুগল অ্যাডসেন্স যেহেতু গুগল
এর তাই ব্লগার ব্লগে হাল্কা
পাতলা ভিজিটর ও সামান্য
কিছু পোস্ট থেকেও গুগল
অ্যাডসেন্স এ অ্যাপ্লাই করা
যাই এবং তারা খুব
তাড়াতাড়ি আপ্রুভ ও করে ।
গুগল অ্যাডসেন্স যেহেতু গুগল
এর তাই ব্লগার ব্লগে হাল্কা
পাতলা ভিজিটর ও সামান্য
কিছু পোস্ট থেকেও গুগল
অ্যাডসেন্স এ অ্যাপ্লাই করা
যাই এবং তারা খুব
তাড়াতাড়ি আপ্রুভ ও করে ।
যেটে অন্য ফ্রী ব্লগ যেমন
ওয়ার্ডপ্রেস ব্লগে সম্ভব না ।
ওয়ার্ডপ্রেস ব্লগে সম্ভব না ।
তাহলে আপনি ব্লগার ব্লগে
ফ্রী ব্লগ করে ভালো টাকাও
উপার্জন করতে পারবেন তবে
বাংলা ব্লগিং করে এটা এখনো পারবেন না, কারন গুগল এডসেন্স এখনো বাংলার জন্য এডসেন্স এড প্রদানের সুবিধা করে নাই।
ফ্রী ব্লগ করে ভালো টাকাও
উপার্জন করতে পারবেন তবে
বাংলা ব্লগিং করে এটা এখনো পারবেন না, কারন গুগল এডসেন্স এখনো বাংলার জন্য এডসেন্স এড প্রদানের সুবিধা করে নাই।
তবে হ্যা, তাই বলে ভাববেন না আপনি বাংলাতে ব্লগিং করবেন না ! কারন যেহেতু বাংলা ব্লগিং এ এডসেন্স দিবে না ।
আপনি চাইলে G&R বা অন্যান্য দেশী বিদেশী এবং বিশ্বস্ত এড নেটওয়ার্ক সাইটগুলো ব্যাবহার করেও বিপুল টাকা আয় করতে পারবেন।
এছাড়াও অনেক সুবিধা আছে ।
আপনি ব্লগে যুক্ত হলেই সব
কিছু বুঝতে পারবেন ।
কিছু বুঝতে পারবেন ।
আমার যানা বিষয় গুলো
শেয়ার করলাম আমার জানার
মধ্যে ভুল থাকতে পারে ।
শেয়ার করলাম আমার জানার
মধ্যে ভুল থাকতে পারে ।
সুতরাং ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন :-)
নতুন দের এই পোষ্টটি অনেক উপকারে আসবে।
ReplyDeleteজ্বি ভাই, পোস্টি পড়ার জন্য ধন্যবাদ :-)
Deleteমজা লন ভাই??? এত কিছু লেখার পরে আবার বলতেছেন নতুন। আপনি ত এক্সপার্ট। :)
ReplyDeleteজ্বি না ভাই, আমি কোন এক্সপার্ট নই, মাত্র ব্লগিং শুরু করলাম। তবে যদি আপনার তাই মনে হয় তবে ধন্যবাদ। ;-(
Delete