প্রিয় পাঠক, বর্তমান যুগ ইন্টারনেট এবং তথ্য প্রযুক্তির যুগ। মানুষ নিজেকে বিভিন্নভাবে বিশ্বের কাছে উপস্থাপন করতে চাচ্ছে।
আর বর্তমানে নিজেকে বিশ্ববাসীর কাছে তুলে ধরার একটি অন্যতম মাধ্যম একটি ওয়েবসাইট বা একটি সক্রিয় ব্লগ। আর তা যদি হয় একান্তই আপনার তবেতো আর কথাই নেই!
তো চলুন আজকে নিজেকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে খুলে ফেলুন একটি ব্লগ। আর আমরা সবাই জানি ফ্রিতে সবচেয়ে ভালে ব্লগ বা ওয়েবসাইট ফ্লাটফর্ম হচ্ছে blogger.com আরো বলে রাখছি এটি গুগলের মালিকানাধীন।
তো চলুন শুরু করা যাক কিভাবে একটি ব্লগ খোলা যায়।
প্রথমে আপনার মোবাইলের ক্রোম দিয়ে, বা কম্পিউটার দিয়ে blogger.com এ যান।
এবার আপনার ই-মেইল পাসোয়ার্ড দিয়ে log-in করুন।
এবার আবার blogger.com এ গিয়ে Creat blog এ ক্লিক করুন
creat blog এ ক্লিক করার পর নিচের মত একটি পেজ আসবে।
এবার উপরে দেখানো ছবির মত করে অর্থাৎ প্রথম বক্স বা titelএ আপনার ব্লগের টাইটেল বা শিরোনাম দিন। যেমন আমাদের ব্লগের নাম RealTipsBD.blogspot.com আর আমরা টাইটেল দিলাম RealTipsBD এবং নিচের ঘরে আপনার ডোমেনের নাম, অর্থাৎ আপনি আপনার ব্লগটা যে নামে খুলতে চান তা লিখুন। ( অবশ্যই নামের শেষে blogspot.com থাকতে হবে, যেমন :- mrfotka.blogspot.co)
এবার address বক্সের পাশে অর্থাৎ দ্বিতীয় বক্সের পাশে মার্ক চিহ্ন দেখা যাচ্ছে কি না?
বিঃদ্রঃ উপরের ছবিটাতে দেখুন নামের পাশে green mark চিহ্ন।
যদি আপনার দেয়া নামের মধ্যেও এমন চিহ্ন আসে তবে বুঝবেন আপনার এই নামটা দিয়ে ব্লগারে ব্লগ খোলার জন্য প্রস্তুত। ( আর যদি না আসে তবে ভিন্ন নাম দিয়ে ট্রাই করুন)
এবার নিচের হলুদ create অপশনে ক্লিক করুন, ব্যাস খোলা হয়ে গেলো আপনার ব্লগ !
ব্লগার সম্পর্কে আরো জানতে আমাদের ব্লগার ক্যাটাগরিতে দেখুন ।
ধন্যবাদ......
কোন সমস্যা হলে নিচের ভিডিওটি দেখুন
আর বর্তমানে নিজেকে বিশ্ববাসীর কাছে তুলে ধরার একটি অন্যতম মাধ্যম একটি ওয়েবসাইট বা একটি সক্রিয় ব্লগ। আর তা যদি হয় একান্তই আপনার তবেতো আর কথাই নেই!
তো চলুন আজকে নিজেকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে খুলে ফেলুন একটি ব্লগ। আর আমরা সবাই জানি ফ্রিতে সবচেয়ে ভালে ব্লগ বা ওয়েবসাইট ফ্লাটফর্ম হচ্ছে blogger.com আরো বলে রাখছি এটি গুগলের মালিকানাধীন।
Creat A blog on blogger.com |
তো চলুন শুরু করা যাক কিভাবে একটি ব্লগ খোলা যায়।
প্রথমে আপনার মোবাইলের ক্রোম দিয়ে, বা কম্পিউটার দিয়ে blogger.com এ যান।
এবার আপনার ই-মেইল পাসোয়ার্ড দিয়ে log-in করুন।
এবার আবার blogger.com এ গিয়ে Creat blog এ ক্লিক করুন
Creat A blog on blogger.com |
creat blog এ ক্লিক করার পর নিচের মত একটি পেজ আসবে।
Create A blog on blogger.com |
এবার উপরে দেখানো ছবির মত করে অর্থাৎ প্রথম বক্স বা titelএ আপনার ব্লগের টাইটেল বা শিরোনাম দিন। যেমন আমাদের ব্লগের নাম RealTipsBD.blogspot.com আর আমরা টাইটেল দিলাম RealTipsBD এবং নিচের ঘরে আপনার ডোমেনের নাম, অর্থাৎ আপনি আপনার ব্লগটা যে নামে খুলতে চান তা লিখুন। ( অবশ্যই নামের শেষে blogspot.com থাকতে হবে, যেমন :- mrfotka.blogspot.co)
এবার address বক্সের পাশে অর্থাৎ দ্বিতীয় বক্সের পাশে মার্ক চিহ্ন দেখা যাচ্ছে কি না?
বিঃদ্রঃ উপরের ছবিটাতে দেখুন নামের পাশে green mark চিহ্ন।
যদি আপনার দেয়া নামের মধ্যেও এমন চিহ্ন আসে তবে বুঝবেন আপনার এই নামটা দিয়ে ব্লগারে ব্লগ খোলার জন্য প্রস্তুত। ( আর যদি না আসে তবে ভিন্ন নাম দিয়ে ট্রাই করুন)
এবার নিচের হলুদ create অপশনে ক্লিক করুন, ব্যাস খোলা হয়ে গেলো আপনার ব্লগ !
ব্লগার সম্পর্কে আরো জানতে আমাদের ব্লগার ক্যাটাগরিতে দেখুন ।
ধন্যবাদ......
কোন সমস্যা হলে নিচের ভিডিওটি দেখুন
0 comments:
Post a Comment
পোস্টটি পড়ার পর যদি আপনার এ সম্পর্কিত কোন সমস্যা, তথ্য বা ত্রুটি পেয়ে থাকেন তবে দয়াকরে একটি কমেন্ট করুন।