সকল ব্লগারদের জন্য blogger.com নিয়ে এলো featured post সুবিধা।
এখন থেকে আপনিও আপনার ব্লগের নির্দিষ্ট একটি পোস্টকে featured post যুক্ত করতে পারবেন । চলুন তবে বিস্তরিতো জানা যাক
ব্যাস আপনার কাজ শেষ।
আমার পোস্টটি ভালো বা খারাপ লাগলে অবশ্যই তা জানাবেন। যাতে করে সামনে থেকে আরও ভালো লেখা আপনাদের উপহার দিতে পারি। আরেকটা কথা আমাদের অন্য সাইট www.MyTuneBD.ga থেকেও ঘুরে আসবেন। আশাকরি ভালো লাগবে ধন্যবাদ.....
- প্রথমে আপনার ব্লগার ব্লগে লগইন করুন। এবার নিচের ছবির দেখানো অংশে অর্থাৎ Layout selact করুন
- এবার আপনার পছন্দমত যেকোন জায়গায় add a gadget এ ক্লিক করুন
- এবার featured পোস্ট selact করুন
- এবার আপনার পছন্দমত যে পোস্টটি আপনি featured পোস্ট হিসেবে ব্লগের উপরের দিকে দিতে চান সেটা selact করুন এবং সব শেষে save এ ক্লিক করুন।
আমার পোস্টটি ভালো বা খারাপ লাগলে অবশ্যই তা জানাবেন। যাতে করে সামনে থেকে আরও ভালো লেখা আপনাদের উপহার দিতে পারি। আরেকটা কথা আমাদের অন্য সাইট www.MyTuneBD.ga থেকেও ঘুরে আসবেন। আশাকরি ভালো লাগবে ধন্যবাদ.....
0 comments:
Post a Comment
পোস্টটি পড়ার পর যদি আপনার এ সম্পর্কিত কোন সমস্যা, তথ্য বা ত্রুটি পেয়ে থাকেন তবে দয়াকরে একটি কমেন্ট করুন।