আজকে আপনাদের সাথে আলোচনা করবো গুগল ব্রেন্ড পেজ নিয়ে।
তো প্রথমে যেটা বলতে চাই সেটা হচ্ছে গুগল ব্রেন্ড পেজ কী?
গুগল ব্রেন্ড পেজ
যদিও আমি এ ব্যাপারে অভিজ্ঞ নই তবুও যতটুক বুঝলাম তা হচ্ছে গুগল ব্রেন্ড পেজ হচ্ছে ফেসবুক পেজের মত। ফেসবুকে যেমন আপনি আপনার কম্পানি /প্রতিষ্ঠান ইত্যাদির জন্য পেজ খোলেন এটাও তেমন ব্যাপার এখানেও আপনি গুগল প্লাসে আপনার কম্পানি বা প্রতিষ্ঠানের জন্য পেজ খুলবেন। আর এটাই হচ্ছে গুগল ব্রেন্ড পেজ।
এবার আসি ব্রেন্ড পেজ খোলার ব্যাপারে।
ব্রেন্ড পেজ খুলতে কি কি লাগবে?
তেমন কিছু না শুধু পেজের নাম একটা জিমেইল আর একটা ওয়েবসাইট বা ব্লগ।
ওয়েবসাইট বা ব্লগ যেকোন জায়গায় খোলা হলেও সমস্যা নাই। আপনি চাইলে blogger.com, wordpress.com wordpress.org অর্থাৎ যেকোন জায়গায় খুললেই হবে।
কিভাবে খুলবেন?
প্রথমে নিচের লিংকে প্রবেশ করুন।
লিংক→ https://business.google.com/dashboard/getstarted
এবার আপনার মেইল যদি লগইন করা না থাকে তবে লগইন করুন।
এবার নিচের স্ক্রিনশর্ট এর মত একটি পেজ দেখতে পাবেন।
পেজের উপরের বক্সে অর্থাৎ Page name এ আপনার পেজের নাম দিন। (যেমন : Shofiul )
website এর ঘরে website লিংক দিন। ( www. সহ যেমন www.RealTipsBD.blogspot.com )
এবার আপনার পেজের ক্যাটাগরি সিলেক্ট করুন। অর্থাৎ আপনার পেজটা কোন ক্যাটাগরির সেটা সিলেক্ট করুন।
এবার terms এর ঘরে মার্ক করে দিন তারপর Continue তে ক্লিক করুন।
ব্যাস হয়েগেলো আপনার একটা ব্রেন্ড পেজ। এবার আপনার পেইজে গিয়ে প্রোফাইল পিক, কাভার পিক এবং info বসিয়ে দিন আপনার প্রয়জনমত।
প্রয়জনে আমার ব্রেন্ড পেজ দেখতে এখানে ক্লিক করুন।
কারো সমস্যা হলে নিচের ভিডিওটি দেখতে পারেন।
গুগল ব্রেন্ড পেজ |
তো প্রথমে যেটা বলতে চাই সেটা হচ্ছে গুগল ব্রেন্ড পেজ কী?
গুগল ব্রেন্ড পেজ
যদিও আমি এ ব্যাপারে অভিজ্ঞ নই তবুও যতটুক বুঝলাম তা হচ্ছে গুগল ব্রেন্ড পেজ হচ্ছে ফেসবুক পেজের মত। ফেসবুকে যেমন আপনি আপনার কম্পানি /প্রতিষ্ঠান ইত্যাদির জন্য পেজ খোলেন এটাও তেমন ব্যাপার এখানেও আপনি গুগল প্লাসে আপনার কম্পানি বা প্রতিষ্ঠানের জন্য পেজ খুলবেন। আর এটাই হচ্ছে গুগল ব্রেন্ড পেজ।
এবার আসি ব্রেন্ড পেজ খোলার ব্যাপারে।
ব্রেন্ড পেজ খুলতে কি কি লাগবে?
তেমন কিছু না শুধু পেজের নাম একটা জিমেইল আর একটা ওয়েবসাইট বা ব্লগ।
ওয়েবসাইট বা ব্লগ যেকোন জায়গায় খোলা হলেও সমস্যা নাই। আপনি চাইলে blogger.com, wordpress.com wordpress.org অর্থাৎ যেকোন জায়গায় খুললেই হবে।
কিভাবে খুলবেন?
প্রথমে নিচের লিংকে প্রবেশ করুন।
লিংক→ https://business.google.com/dashboard/getstarted
এবার আপনার মেইল যদি লগইন করা না থাকে তবে লগইন করুন।
এবার নিচের স্ক্রিনশর্ট এর মত একটি পেজ দেখতে পাবেন।
পেজের উপরের বক্সে অর্থাৎ Page name এ আপনার পেজের নাম দিন। (যেমন : Shofiul )
website এর ঘরে website লিংক দিন। ( www. সহ যেমন www.RealTipsBD.blogspot.com )
এবার আপনার পেজের ক্যাটাগরি সিলেক্ট করুন। অর্থাৎ আপনার পেজটা কোন ক্যাটাগরির সেটা সিলেক্ট করুন।
এবার terms এর ঘরে মার্ক করে দিন তারপর Continue তে ক্লিক করুন।
ব্যাস হয়েগেলো আপনার একটা ব্রেন্ড পেজ। এবার আপনার পেইজে গিয়ে প্রোফাইল পিক, কাভার পিক এবং info বসিয়ে দিন আপনার প্রয়জনমত।
প্রয়জনে আমার ব্রেন্ড পেজ দেখতে এখানে ক্লিক করুন।
কারো সমস্যা হলে নিচের ভিডিওটি দেখতে পারেন।
0 comments:
Post a Comment
পোস্টটি পড়ার পর যদি আপনার এ সম্পর্কিত কোন সমস্যা, তথ্য বা ত্রুটি পেয়ে থাকেন তবে দয়াকরে একটি কমেন্ট করুন।