যেভাবে SSC এর ফলাফল পুনঃরায় পরিক্ষনের জন্য আবেদন করবেন।

মাত্রই প্রকাশ হয়েছে এসএসসি পরীক্ষার
ফলাফল।
,
ফলাফল নিয়ে কোনো
পরীক্ষার্থীর অসন্তোষ থাকলে আগামী
১৮ মের মধ্যে পরীক্ষার ফল
পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে বলে
জানিয়েছে শিক্ষামন্ত্রণালয়।
শিক্ষামন্ত্রণালয়ের দেয়া তথ্য মতে,
আগামী ১২ মে থেকে ১৮ মে পর্যন্ত
রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক
থেকে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল
পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে।
.
ফল পুনঃনিরীক্ষণের জন্য মোবাইলের
মেসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস
দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর
লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর
লিখে স্পেস দিতে হবে। তারপর বিষয়
কোড লিখে ১৬২২২ নম্বরে এসএমএস
পাঠালেই ফিরতি এসএমএসে ফি বাবদ কত
টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে
একটি পিন নম্বর (পার্সোনাল
আইডেন্টিফিকেশন নম্বর) দেওয়া হবে।
,
আগ্রহী শিক্ষার্থী আবেদনে সম্মত
থাকলে RSC লিখে স্পেস দিয়ে YES
লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে
স্পেস দিয়ে যোগাযোগের জন্য একটি
মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে
এসএমএস পাঠাবে।
,
একই এসএমএসে
একাধিক বিষয়ের আবেদন করা যাবে,
এক্ষেত্রে বিষয় কোড পর্যায়ক্রমে কমা
দিয়ে আবেদন করতে হবে।
Share on Google Plus

About S Alam

প্রযুক্তির ব্যাপারে আগ্রহ অনেক। তাই জানতে চেস্টা করি এবং জানা জিনিসগুলো সবার মাধ্যে ছড়িয়ে দিতে চাই। আর সেই উদ্দেশ্যেই আমার এ লেখা।
    Blogger
    Facebook

0 comments:

Post a Comment

পোস্টটি পড়ার পর যদি আপনার এ সম্পর্কিত কোন সমস্যা, তথ্য বা ত্রুটি পেয়ে থাকেন তবে দয়াকরে একটি কমেন্ট করুন।