বাজারে আসছে সেমসাং এর ভাজ করা স্মার্টফোন !

স্মার্ট ফোন এখন মানুষের হাতে হাতে। তাই
অনেকদিন থেকে স্মার্টফোন নির্মাতারা ভাবছেন
আরো আধুনিক ফোন বাজারে আনার জন্য।
তারই ধারবাহিকতায় এবার বাজারে আসছে নয়া
প্রযুক্তির ‘ফোল্ডেবল ফোন’।
এই প্রযুক্তিকে বলা হচ্ছে ‘নেক্সট জেন
মোবাইল’।
পরের বছরের জানুয়ারির মধ্যে একগুচ্ছ চমকদার
স্মার্ট ফোন বাজারে নিয়ে আসার সিদ্ধান্ত
নিয়েছে মোবাইল প্রস্তুতকারক বিখ্যাত
সংস্থা স্যামসাং।
এর মধ্যে একটি ‘ফোল্ডেবল ফোন’ রয়েছে।
যা বিশ্বের প্রথম ‘ফোল্ডেবল ফোন’ হবে।
সম্প্রতি এই নিয়ে একটি প্রেজেন্টেশনও
দিয়েছে ‘স্যামসাং’।
পরের বছরের মধ্যে মোট পাঁচটি ‘ফ্ল্যাগশিপ’
স্মার্টফোন বাজারে নিয়ে আসছে তারা। এগুলি
হল গ্যালাক্সি এস৮, গ্যালাক্সি এস৮ এজ,
গ্যালাক্সি নোট ৭, গ্যালাক্সি নোট ৭ এজ।
আর ‘গ্যালাক্সি এক্স’।
এই ‘গ্যালাক্সি এক্স’ ফোনটি হবে
‘ফোল্ডেবল’।
স্যামসাং-এর‘গ্যালাক্সি এক্স’ফোল্ডেবল
ফোনটি হবে ‘অর্গানিক লাইট এমিটিং ডায়ডস’
বা ‘ওএলইডি’’ ডিসপ্লে সমৃদ্ধ। এর
‘ফোল্ডেবল’ স্ক্রিনটি হবে ‘ফোর
কে’প্রযুক্তির।
নতুন প্রযুক্তির ফোনকে খুব সহজে বাজার
লভ্য করতে বারবারই ‘অ্যাপেল’ কে
প্রতিযোগিতায় ফেলেছে স্যামসাং। এবার
আগেভাগে বিশ্বের প্রথম ‘ফোল্ডেবল ফোন’
আনার কথা ঘোষণা করে ‘অ্যাপেল’ এর উপর
চাপ বাড়াল স্যামসাং।
মোবাইল প্রযুক্তির বিশেষজ্ঞদের
মতে,স্যামসাং এখন শুধু উন্নতমানের ডিসপ্লে
সমৃদ্ধ ফোন বানিয়েই বিরত থাকতে চাইছে না।
তারা এমন এক ফোন বাজারে আনতে চাইছে
যাতে অত্যাধুনিক প্রযুক্তি খুব সহজে বহন করা
যায়।
#_সংগ্রহীত
Share on Google Plus

About S Alam

প্রযুক্তির ব্যাপারে আগ্রহ অনেক। তাই জানতে চেস্টা করি এবং জানা জিনিসগুলো সবার মাধ্যে ছড়িয়ে দিতে চাই। আর সেই উদ্দেশ্যেই আমার এ লেখা।
    Blogger
    Facebook

0 comments:

Post a Comment

পোস্টটি পড়ার পর যদি আপনার এ সম্পর্কিত কোন সমস্যা, তথ্য বা ত্রুটি পেয়ে থাকেন তবে দয়াকরে একটি কমেন্ট করুন।