জানেন কেন একে মাউস নামে ডাকা হয় ?

কম্পিউটারে আমরা অনেকেই কাজ
করি। সেখানে ‘কারসার’ নাড়াচাড়া
করি যার ইশারা, সেই বস্তুটি আমরা
‘মাউস’ নামেই চিনি।

কিন্তু কখনও কি
ভেবে দেখেছেন, এই বস্তুতটির নাম
‘মাউস’ কেন হলো? কেন এমন অদ্ভুত
নাম হলো?

না। এমন ভাবনা আমাদের অনেকের
মাথাতেই আসে না। আর এসব কি
ভাববার বিষয়? কাজ করা দরকার,
কলছি।

এর থেকে বেশি কিছুর কি আর
দরকার আছে? তা ঠিক, দরকার নেই।

তাই বলে কি জেনে রাখা দোষের?

মাউস নামকরণের ইতিহাস কিন্তু বলছে
সরল কথা।

ইতিহাস বলছে, ইঁদুরের সঙ্গে
এর প্রত্যক্ষ যোগ রয়েছে। আর ইঁদুর
থেকেই এর নামকরণ করা হয়েছে মাউস।

তবে আজকাল তারযুক্ত মাউজ ক্রমশ
উধাও হয়ে যাচ্ছে। তবে একেবারে
উধাও হয়নি।

কম্পিউটারের সঙ্গে
মাউসের যোগসূত্রস্থাপনকারী তারটি
রয়ে গিয়েছে। প্রযুক্তি যে দিকে
যাচ্ছে, তাতে খুব শিগগিরই তার উঠে
যাবে, মাউস হয়ে যাবে ওয়্যারলেস।

কিন্তু তা-ই যদি হয় (এবং হবেই),
তাহলে মাউস নামটিও যুক্তিযুক্তভাবে
উঠে যাওয়া উচিত। কেননা, বস্তুটির
এমন নামকরণের নেপথ্যে রয়েছে
ইঁদুরের লেজ!

যে তারটি কম্পিউটারের
সঙ্গে মাউসের যোগ করেছে, তা
অনেকটা ইঁদুরের লেজের মতো দেখতে।

প্রথম কম্পিউটার মাউস তৈরির সময়েই
ইঞ্জিনিয়াররা এই বিষয়টি খেয়াল
করেছিলেন। তাদের মনে হয়েছিল
(তখনও নামকরণ হয়নি), এই তারটি
অনেকটা ইঁদুরের লেজের মতো দেখতে।
সেই থেকেই নাম হয়ে যায় মাউস।

তবে ওয়্যারলেস প্রযুক্তি আসার
পরেও, নামটি কিন্তু অটুট থেকে
গিয়েছে। ‘লেজ’ থাকুক বা ‘না-থাকুক’,
এই বস্তুটি ইঁদুর হয়েই থেকে যায়।

Share on Google Plus

About S Alam

প্রযুক্তির ব্যাপারে আগ্রহ অনেক। তাই জানতে চেস্টা করি এবং জানা জিনিসগুলো সবার মাধ্যে ছড়িয়ে দিতে চাই। আর সেই উদ্দেশ্যেই আমার এ লেখা।
    Blogger
    Facebook

0 comments:

Post a Comment

পোস্টটি পড়ার পর যদি আপনার এ সম্পর্কিত কোন সমস্যা, তথ্য বা ত্রুটি পেয়ে থাকেন তবে দয়াকরে একটি কমেন্ট করুন।