ফেসবুক মেসেন্জারে ফোন আসলেই বেজে উঠবে আপনার প্রিয় গান !

গত কয়েকমাস আগে থেকেই ফেসবুক তাদের মেসেন্জারে ভিডিও এবং অডিও ফোন কল ব্যাবস্থা চালু করে ।

এর মাধ্যমে আগের চাইতে যোগাযোগ আরো সহয হয়ে পড়ে।

কিন্তু অনেকেই আছে মেসেন্জার এর ফোন আসলে যে টিউনটা বেজে উঠে সেটায় বিরক্ত বোধ করে। তাদের জন্যই আজকের এ টিপস্।

মেসেন্জারে ফোন আসলে বেজজে উঠবে প্রিয় গান !

এর জন্য প্রথমে আপনার উচ্ছামত বা আপনার প্রিয় গানটিকে মোবাইলের রিংটন হিসেবে যুক্ত করে নেন।  যদি আগে থেকেই দেয়া থাকে তবেতো ভালোই :-)

এবার ফেসবুক মেসেন্জারে আপনার কাঙ্খিত আইডিটা লগইন করুন।

মেসেন্জারের সেটিংস অপশনে ক্লিক করুন। ঠিক নিচের ছবির মত।


মেসেন্জার সেটিংস

এবার  Notification & Sound এ ক্লিক করুন।


মেসেন্জার Notification & Sound






 এবার Free Call Ringtone এ ক্লিক করুন।


Free Call Ringtone

এবার অনেকগুলো টিউন দেখবেন,  যেগুলি আপনি আপনার মেসেন্জার এর ফোনের রিংটন হিসেবে save করতে পারবেন। আর আপনে যদি আপনার প্রিয় গগানটিকে মেসেন্জার রিংটন হিসেবে save করতে চান  
তবে এটু নিচে দেখবেন আপনার প্রিয় গানটা নাম শো করছে Default হিসেবে।  এবার গানটা মার্ক করে  ok তে ক্লিক করুন ব্যাস কাজ হয়ে গেলো।

রিংটন selact & save

আশাকরি কোন সমস্যা হবে না, যদিও হয় তবে আপনার অদক্ষতার কারনে হবে।  ধন্যবাদ
Share on Google Plus

About S Alam

প্রযুক্তির ব্যাপারে আগ্রহ অনেক। তাই জানতে চেস্টা করি এবং জানা জিনিসগুলো সবার মাধ্যে ছড়িয়ে দিতে চাই। আর সেই উদ্দেশ্যেই আমার এ লেখা।
    Blogger
    Facebook

0 comments:

Post a Comment

পোস্টটি পড়ার পর যদি আপনার এ সম্পর্কিত কোন সমস্যা, তথ্য বা ত্রুটি পেয়ে থাকেন তবে দয়াকরে একটি কমেন্ট করুন।