কিভাবে ফেসবুক আইডি কার্ড তৈরি করবেন ?

বর্তমানে কার না একটা ফেসবুক আইডি নাই ? হয়তো অনেকে আছে যারা একাধিক আইডি ব্যাবহার করেন ।

কিন্তু সবাই চায় তারর আইডির একটা পরিচয়পত্র থাকুক।  অন্তত কোন কাজে না আসলেও সবাইকে দেখানো যাবে :-P এর জন্যও অনেকে ফেসবুক আইডি তৈরি করেন।

ফেসবুক আইডি কার্ড


কিন্তু বেশীরভাগ ফেসবুক ব্যাবহারকারী জানেন না কিভাবে একটি ফেসবুক আইডি কার্ড তৈরি করে !

এটা অনেক সহজ এবং এর জনন্য অনেক ওয়েবসাইট আছে। তবে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে funjaki . 

আচ্ছা এবার কাজের কথায় আসি,  ফেসবুক আইডি কার্ড তৈরির জন্য প্রথমে নিচের লিংকে জান।

আইডি কার্ড তৈরির লিংক:- http://www.funjaki.com/apps/generate-facebook-id-card

এবার আপনার ফেসবুক আইডিতে লগইন ককরুন, এবং Create ID তে ক্ললিক করুন।

এবার কিছুক্ষণ অপেক্ষা করুন আপনার আইডি তৈরি হবার জন্য। 

আইডি তৈরি হলে সেটা ডাউনলোড করে নিন।

আশাকরি কোন সমস্যা হবে না।  সমস্যা হলে আমাদের কন্টাক্ট পেজে গিয়ে আমাদের মেসেজ দিয়েন আমরা হেল্প করবো।
Share on Google Plus

About S Alam

প্রযুক্তির ব্যাপারে আগ্রহ অনেক। তাই জানতে চেস্টা করি এবং জানা জিনিসগুলো সবার মাধ্যে ছড়িয়ে দিতে চাই। আর সেই উদ্দেশ্যেই আমার এ লেখা।
    Blogger
    Facebook

0 comments:

Post a Comment

পোস্টটি পড়ার পর যদি আপনার এ সম্পর্কিত কোন সমস্যা, তথ্য বা ত্রুটি পেয়ে থাকেন তবে দয়াকরে একটি কমেন্ট করুন।