Antivirus |
দিন দিন স্মার্টফোন ব্যাবহারকারি বাড়ছে। আর এর সাথেই পাল্লা দিয়ে বাড়ছে সাইবার অপরাধীদের দৌরাত্ব।
আর তাদের হাতিয়ার হিসেবে ব্যাবহৃত হয় :- ভাইরাস, মেলোয়ার ইত্যাদি।
আর এসব জিনিস থেকে নিজেকে রক্ষা করতে আমরা বিভিন্ন ধরনের Antivirus ব্যাবহার করে থাকি।
বিভিন্ন সার্চ ইঞ্জিনে সার্চ দিলে হাজার হাজার Antivirus পাবেন, তবে এর অধিকাংশই ভূয়া।
তো আজ আপনাদের সাথে এমন একটি Antivirus এর পরিচয় করিয়ে দিবো, যেটি গুগল প্লে স্টোরের প্রথম দিকের এবং খুবই কার্যকর একটি Antivirus.
Antivirus টির নাম AVG Antivirus.
AVG Antivirus |
যদিও অতীতে এটি শুধুমাত্র কম্পিউটার বব্যাবহারকারিদের জজন্য ছিলো, ততবে গত কয়েক বছর ধরে এটি মোবাইলের জন্য বিদ্যমান এবং জনপ্রিয়তার উর্ধে।
এটি আপনি দুই ভাবে ব্যাবহার করতে পারেন , একটি পেইড বা টাকা দিয়ে কিনতে হয় অন্যটি ফ্রি, অর্থাৎ এর জন্য আপনাকে টাকা ব্যায় করা লাগবে না।
এন্টিভাইরাসটির কয়েকটি বিশেষ গুন হচ্ছে, যে কোন app install বা ডাউনলোড করলে যদি app টিতে কোনরকমের Virus বা আপনার জন্য ক্ষতিকর এমন কোন দিন থাকলে সেটি আপনাকে এলার্ট দিবে।
এলার্ট দেয়া অবস্থায় AVG |
নিচে থেকে antivirus টি ডাউনলোড করতে করতে পারবেন।
0 comments:
Post a Comment
পোস্টটি পড়ার পর যদি আপনার এ সম্পর্কিত কোন সমস্যা, তথ্য বা ত্রুটি পেয়ে থাকেন তবে দয়াকরে একটি কমেন্ট করুন।