Merge Facebook Page |
facebook page merge কী? অনেকেই এখনো জানেন না মার্জ জিনিসটা কি !
মার্জ হচ্ছে এমন একটা পদ্ধতি যার মাধ্যমে দুইটা ফেসবুক পেজের লাইক একটা পেজে চলে আসবে।
ধরেন আপনার দুইটা পেজ আছে, একটার লাইক সংখ্যা ১২০০ অন্যটার ৩৫০০।
এখন যদি আপনি পেজ দুইটা মার্জ করেন তবে ১৫৫০০ লাইকের পেজ তৈরি করতে পারবেন, এবং আপনে চাইলে দুইটার যে কোনটাতে লাইক ট্রান্সফার করতে পারবেন।
সতর্কতা :- পেজ মার্জ করার আসে অবশ্যই দুইটা পেজের নাম এবং ক্যাটাগরি যাতে এক হয় সেদিকে খেয়াল রাখবেন, তা না হলে পরবর্তীতে পেজটা চিরদিনেরর জন্য ব্লক হয়ে যাব।
কিভাবে মার্জ করবেন? How Can Merge Facebook Page?
আপনার কাঙ্খিত পেজে যান। এবার setting → marge default page → selact your page → merge
বিঃদ্রঃ - মেজ মার্জ করতে অবশ্যই ফেসবুকের অফিসিয়াল app বা মোবাইলের ক্রোম ব্রাউজার বা কম্পিউটার লাগবে।
0 comments:
Post a Comment
পোস্টটি পড়ার পর যদি আপনার এ সম্পর্কিত কোন সমস্যা, তথ্য বা ত্রুটি পেয়ে থাকেন তবে দয়াকরে একটি কমেন্ট করুন।