বর্তমানে যেভাবে সাইবার অপরাধ বাড়তেছে এভাবে চলতে থাকলে আপনার অজান্তেই আপনার অনেক গোপন তথ্য হারিয়ে যেতে পারে।
আর যেহেতু ফেসবুক এখন আমাদের জীবনের একটি অন্যতম মাধ্যম হয়ে গেছে সেহেতু আমাদের উচিত এর নিরাপত্তা জোরদার করা।
আর এই উদ্দেশ্যেই পোস্টটি লিখলাম।
আইডির নিরাপত্তার জন্য যা করবেন :-
উপরের নির্দেশনা গুলো মানলে আশাকরি আপনার আইডি হ্যাক হবে না।
Happy Facebooking
আর যেহেতু ফেসবুক এখন আমাদের জীবনের একটি অন্যতম মাধ্যম হয়ে গেছে সেহেতু আমাদের উচিত এর নিরাপত্তা জোরদার করা।
Facebook Secuerity |
আর এই উদ্দেশ্যেই পোস্টটি লিখলাম।
আইডির নিরাপত্তার জন্য যা করবেন :-
- আপনার জন্মদিনের তারিখ অথবা জন্মসাল অথবা দুইটাই only me করে রাখুন ( জন্মতারিখের মাধ্যমে আপনার আইডি চুরি হতে পারে ! )
- Trasted contact এ তিন অথবা পাঁচ জন বিশ্বস্ত বন্ধু বা ব্যাক্তিকে এড দিয়ে রাখুন। অবশ্যই এমন লোকদের এড দিবেন যাদের সাথে যেকোন মুহূর্তে যোগাযোগ করতে পারবেন এবং আপনার বিশ্বস্ত
- Largely contact এ একজনকে এড দিয়ে রাখুন।
- এবং অবশ্যই অবশ্যই অবশ্যই log in approval দিয়ে রাখুন (এটাই হ্যাকারদের হাত থেকে বাঁচার অন্যতম উপায়) এর মাধ্যমে অন্য কোন ব্রাউজার দিয়ে আপনার আইডিতে log in করতে গেলে আপনার সিমে একটি কোড যাবে এবং এই কোডটি ছাড়া কেউ ঠুকতে পারবে না। (কিভাবে ট্রান্সটেড কন্ট্রাক্ট এড দিকেন তা শীগ্রই পোস্ট করা হবে)
- অপরিচিত কোন ব্যাক্তির দেয়া কোন লিঙ্কে প্রবেশ করবেন না। এখন ফেসবুকের অনেক জায়গাই দেখা যায় একটা লিংক দেয়া থাকে এবং বলে ssc/hsc/jsc. এর প্রশ্ন পেতে এখানে যান বা পর্ন ভিডিও ডাওনলোড করুন। এগুলো থেকে এড়িয়ে চলার চেস্টা করুন।
উপরের নির্দেশনা গুলো মানলে আশাকরি আপনার আইডি হ্যাক হবে না।
Happy Facebooking
0 comments:
Post a Comment
পোস্টটি পড়ার পর যদি আপনার এ সম্পর্কিত কোন সমস্যা, তথ্য বা ত্রুটি পেয়ে থাকেন তবে দয়াকরে একটি কমেন্ট করুন।