2 step verification |
যেহেতু myWapblog একটি ব্যাক্তিগত কম্পানি তাই এর নিরাপত্তা অন্যান্য ফ্লাটফর্ম থেকে একটু কম থাকবে এটা অস্বাভাবিকের কিছু নয়।
কিন্তু আপনি যদি 2 step security অপশনটা চালু রাখেন তবে আপনার কোন ঝামেলা বা ব্লগ চুরির ভয় থাকবে না।
এটি অনেকটা ফেসবুকের log in approval এর মত কাজ করে।
নিরাপত্তার জন্য আপনি একটি প্রশ্ন এবং উত্তর দিয়ে রাখবেন যেটা আপনি ছাড়া কেউ জানেনা।
এবার কেউ যদি আপনার ব্লগের পাসোয়ার্ড ভেঙ্গে লগইন করতে যায় তবে আপনার দেয়া সেই প্রশ্ন এবং তার উত্তর ছাড়া ব্লগে ঢুকা সম্ভব হবে না। :-)
কিভাবে myWapblog 2 step security ব্যাবস্থা চালু করবেন?
আপনার myWapblog এ লগইন করুন।
এবার setting এ যান। এবং security অপশন সিলেক্ট করুন। ঠিক নিচের ছবির মত।
Myeapblog Security |
এবার 2 step security তে enable এ ক্লিক করুন।
Enable 2 step verification |
দ্বিতীয় বক্সে সেই প্রশ্নের উত্তর। সেটা অন্যকেউ যাতে না যানে এবং তৃতীয় বক্সে ব্লগের পাসোয়ার্ড ।
2 step verification table |
এবং সবশেষে save করে দিন।
এবার লগইন করতে গেলে আপনার দেয়া প্রশ্নের উত্তর ছাড়া কেউ ব্লগে ঢুকতে পারবে না।
0 comments:
Post a Comment
পোস্টটি পড়ার পর যদি আপনার এ সম্পর্কিত কোন সমস্যা, তথ্য বা ত্রুটি পেয়ে থাকেন তবে দয়াকরে একটি কমেন্ট করুন।