ব্লগে নতুন Author/Admin যুক্ত করবেন যেভাবে

প্রিয় ভিজিটর ব্লগার ব্লগ নিয়ে ইতিপূর্বে আমরা আলোচনা করেছি।  তারই ধারাবাহিকতায় আজকে দেখাবো কিভাবে ব্লগে নতুন লেখক বা এডমিন যুক্ত করবেন।
Invite Blogger Author 

ব্লগারের সকাল পোস্ট দেখুন  

প্রথমে আপনার ব্লগের dashboard এ যান।

এবার setting → Basic এবার একটু নিচে দেখুন author নামের একটা অপশন।

এবার add author এ ক্লিক করুন।  ঠিক নিচের ছবিটার মত।

Add Author


এবার একটা বক্স আসবে সেখানে আপনি যাকে লেখক অথবা এডমিন হিসেবে যুক্ত করতে চান তার মেইল লিখুন। এবং invite author লেখায় ক্লিক করুন।
Invite Author

এবার আপনার আমন্ত্রিত লেখক মেইলকি কনফার্ম করা পর্যন্ত অপেক্ষা করুন। 
Share on Google Plus

About S Alam

প্রযুক্তির ব্যাপারে আগ্রহ অনেক। তাই জানতে চেস্টা করি এবং জানা জিনিসগুলো সবার মাধ্যে ছড়িয়ে দিতে চাই। আর সেই উদ্দেশ্যেই আমার এ লেখা।
    Blogger
    Facebook

0 comments:

Post a Comment

পোস্টটি পড়ার পর যদি আপনার এ সম্পর্কিত কোন সমস্যা, তথ্য বা ত্রুটি পেয়ে থাকেন তবে দয়াকরে একটি কমেন্ট করুন।