প্রিয় ভিজিটর ব্লগার ব্লগ নিয়ে ইতিপূর্বে আমরা আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আজকে দেখাবো কিভাবে ব্লগে নতুন লেখক বা এডমিন যুক্ত করবেন।
|
Invite Blogger Author |
ব্লগারের সকাল পোস্ট দেখুন
প্রথমে আপনার ব্লগের dashboard এ যান।
এবার
setting → Basic এবার একটু নিচে দেখুন author নামের একটা অপশন।
এবার add author এ ক্লিক করুন। ঠিক নিচের ছবিটার মত।
|
Add Author |
এবার একটা বক্স আসবে সেখানে আপনি যাকে লেখক অথবা এডমিন হিসেবে যুক্ত করতে চান তার মেইল লিখুন। এবং invite author লেখায় ক্লিক করুন।
|
Invite Author |
এবার আপনার আমন্ত্রিত লেখক মেইলকি কনফার্ম করা পর্যন্ত অপেক্ষা করুন।
প্রযুক্তির ব্যাপারে আগ্রহ অনেক। তাই জানতে চেস্টা করি এবং জানা জিনিসগুলো সবার মাধ্যে ছড়িয়ে দিতে চাই। আর সেই উদ্দেশ্যেই আমার এ লেখা।
0 comments:
Post a Comment
পোস্টটি পড়ার পর যদি আপনার এ সম্পর্কিত কোন সমস্যা, তথ্য বা ত্রুটি পেয়ে থাকেন তবে দয়াকরে একটি কমেন্ট করুন।