ব্লগার ব্লগে যুক্ত করুন youtube subscribe বাটন ।

 যদি আপনি একজন ব্লগার হন এবং youtube মার্কেটিং করেন তবে অপনি অবশ্যই চাইবেন আপনার ব্লগে আপনার চ্যানেলটার subscribe অপশনটি চালু থাকুক।

ব্লগারে যুক্ত করুন youtube subscribe বাটন


এতে করে আপনার ব্লগে আসা প্রতিটি ভিজিটরেরর কাছে আপনার চ্যানেলের পরিচিতি বাড়বে এবং এতে করে আপনার চ্যেনেলের subscriber বাড়বে।

এখন আপনি যদি একজন ব্লগার হন এবং আপনার ব্লগটি যদি blogger.com বা blogspot.com এ হোস্ট করা থাকে তবে আপনি এই টিউনটিকে কাজে লাগিলে আপনার ব্লগে চ্যানেলের subscribe গ্যাজেটটি যুক্ত করতে পারবেন।


প্রথমে নিচের কোডগুলো কপি করুন

<script src="https://apis.google.com/js/platform.js"></script>

<div class="g-ytsubscribe" data-channel="Your CHANNEL ID" data-layout="default" data-count="default"></div>

এরপর আপনার চ্যানেলের আইডি অর্থাৎ আপনার চ্যেনেলের লিংক যদি হয় https://www.youtube.com/channel/RealTipsBD তবে channel এর পরের RealTipsBD কোডটুকু দিবেন।


এবার কোডগুলো কপি করে নিয়ে আপনার ব্লগের layout→add a gadget→html/javascrift এবার কোডগুলো বসিয়ে save করে দিন।

ব্যাস কাজ শেষ এবার উপভোগ করুন। 
Share on Google Plus

About S Alam

প্রযুক্তির ব্যাপারে আগ্রহ অনেক। তাই জানতে চেস্টা করি এবং জানা জিনিসগুলো সবার মাধ্যে ছড়িয়ে দিতে চাই। আর সেই উদ্দেশ্যেই আমার এ লেখা।
    Blogger Comment
    Facebook Comment

2 comments:

পোস্টটি পড়ার পর যদি আপনার এ সম্পর্কিত কোন সমস্যা, তথ্য বা ত্রুটি পেয়ে থাকেন তবে দয়াকরে একটি কমেন্ট করুন।