অবশেষে ডট বাংলা ( .বাংলা ) ডোমেন পেলো বাংলাদেশ ।

আন্তর্জাতিক পরিমন্ডলে নিজের
পরিচয় তুলে ধরতে বাংলাদেশ
অবশেষে নিজস্ব ডোমেন হিসেবে
ইন্টারন্যাশনালাইজড ডোমেন নাম
(আইডিএম) ডট বাংলা (.বাংলা)
বরাদ্দ পেয়েছে।

শুরু হলো  .বাংলা ডোমেনের পদচারনা ! 


 ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী
তারানা হালিম জানান,
‘ইন্টারনেট কোরপোরেশন অব এসাইন্ড
নেমস অ্যান্ড নাম্বার্স
(আইসিএএনএন) আজ বাংলাদেশের
অনুকূলে ডট বাংলা ডোমেন বরাদ্দের
ঘোষণা দেয়।’

তিনি ডট বাংলা ডোমেন অর্জনকে পরিচয়ের ক্ষেত্রে আরেকটি মাইলফলক হিসেবে বর্ণনা করে বলেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ২১ ফেব্রুয়ারির অনুমোদনের পর এটি বাংলা ভাষার আরেকটি অর্জন।


যদিও এর আগে থেকে  জানান, সিয়েরে লিয়ন এবং আরো কয়েকটি দেশ ডট
বাংলা ডোমেন-এর জন্য চেষ্টা
করেছিল।

 বর্তমানে http://বিটিসিএল.বাংলা এর প্রতিনিধিত্ব করবে।  এবং খুব শীঘ্রই এর নিবন্ধন শুরু হবে।

এতে করে বিশ্বের কাছে  বাংলাদেশ আরেকটু যোগ্যতার এবং দক্ষতার পরিচয় দিলো,  এবং এটা সত্যিই বাঙ্গালীদের জন্য গর্ব করার মত ব্যাপার। 
Share on Google Plus

About S Alam

প্রযুক্তির ব্যাপারে আগ্রহ অনেক। তাই জানতে চেস্টা করি এবং জানা জিনিসগুলো সবার মাধ্যে ছড়িয়ে দিতে চাই। আর সেই উদ্দেশ্যেই আমার এ লেখা।
    Blogger
    Facebook

0 comments:

Post a Comment

পোস্টটি পড়ার পর যদি আপনার এ সম্পর্কিত কোন সমস্যা, তথ্য বা ত্রুটি পেয়ে থাকেন তবে দয়াকরে একটি কমেন্ট করুন।