শুরুতেই বলে নিচ্ছি এই পোস্টটি শুধুমাত্র আমার মত নতুন এবং অনবিজ্ঞদের জন্য।
আমরা অনেকেই সাইটম্যাপ সম্পর্কে জানি। বিশেষ করে যারা ওয়েব জগৎতে আছেন। তবে অধিকাংশ নতুনরা এটা সম্পর্কে তেমন বিস্তারিত হয়তো জানেন না।
যদি অভিজ্ঞদের ভাষায় বলতে যাই তবে
সাইটম্যাপ একটি XML ফাইল যাতে
কোনো ওয়েবসাইটের যাবতীয় লিংক
আরোও কিছু তথ্যসহ থাকে – যার ফলে
সার্চ ইঞ্জিনগুলো খুব সহজে এবং
কার্যকরীভাবে ওয়েবসাইটে ঘুরে
বেড়াতে পারে এবং প্রয়োজনীয়
ওয়েবপেজগুলোকে ইনডেক্স করতে পারে।
অতিরিক্ত তথ্যের মধ্যে ওয়েবপেজটি
কবে সৃষ্টি হয়েছে, কবে সর্বশেষ আপডেট
হয়েছে, ওয়েবপেজটি অন্য পেজের
তুলনায় কত গুরুত্বর্পূণ ইত্যাদি থাকতে
পারে।
আর সহজে বুঝে নিতে গেলে ভাবুন এটা হচ্ছে আপনার সাইটের মানচিত্র, যার মাধ্যমে সার্চ ইঞ্জিনগুলো সহজে আপনার সাইটের বিভিন্ন বিষয়গুলো খুজে দেখতে পারবে।
এবার কথা হচ্ছে কেন sitemap ব্যাবহার করবেন?
শুরুতেই বলে দিয়েছে sitemap এর মাধ্যমে সার্চ ইজ্ঞিনগুলো আপনার সাইটের বিভিন্ন বিষয় সহজে খুজে দেখতে পারবে। যদিও কথাটা সযক্ষেপে বললাম, এবার একটু বিস্তারিত বলে নিই।
ধরেন আপনি একটা নতুন জায়গায় বেড়াতে গেলেন। কিন্তু আপনি ওখানের কিছুই চিনেন না বা কেউ আপনাকে চিনে না । এর ফলে কি হবে? আপনি এলাটা ঘুরেও দেখতে পারবেন না ।
কিন্তু যদি আপনার কাছে ঐ এলাকার একটি map বা মানচিত্র থাকে তবে সহজে সেটি দেখি আপনি এলাকাটা ঘুরে দেখতে পারবেন।
ঠিক sitemap ও হচ্ছে এমন একটি জিনিস। আপনি যখন সাইট খোলেন তখন এটি গুগলের কাছে অপরিচিত থাকে। কিন্তু যখন আপনি গুগলের কাছে আপনার সাইটের একটি মানচিত্র বা sitemap জমা দিবেন তখন গুগল আস্তে আস্তে আপনার সাইটকে ভালোভাবে চেনা শুরু করবে। এবং আপনার সাইটের ইনডেক্স বাড়বে, সার্চ ইজ্ঞিনে ভালো রেঙ্কিং পেতে শুরু করবে।
এটাই আমার জানা সহজ ভাষায় সাইটম্যাপ :-P
তো আগামীতে দেখাতে চেস্টা করবো কিভাবে সাইটম্যাপ google webmaster tools এ এড করবেন।
বিঃদ্রঃ আমি কিছু পারিনা তবুও চেস্টা করলাম, ভুল হবে জানি। তাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুনোধ রইলো।
আমরা অনেকেই সাইটম্যাপ সম্পর্কে জানি। বিশেষ করে যারা ওয়েব জগৎতে আছেন। তবে অধিকাংশ নতুনরা এটা সম্পর্কে তেমন বিস্তারিত হয়তো জানেন না।
Sitemap কি এবং কেন ব্যাবহার করবেন? |
যদি অভিজ্ঞদের ভাষায় বলতে যাই তবে
সাইটম্যাপ একটি XML ফাইল যাতে
কোনো ওয়েবসাইটের যাবতীয় লিংক
আরোও কিছু তথ্যসহ থাকে – যার ফলে
সার্চ ইঞ্জিনগুলো খুব সহজে এবং
কার্যকরীভাবে ওয়েবসাইটে ঘুরে
বেড়াতে পারে এবং প্রয়োজনীয়
ওয়েবপেজগুলোকে ইনডেক্স করতে পারে।
অতিরিক্ত তথ্যের মধ্যে ওয়েবপেজটি
কবে সৃষ্টি হয়েছে, কবে সর্বশেষ আপডেট
হয়েছে, ওয়েবপেজটি অন্য পেজের
তুলনায় কত গুরুত্বর্পূণ ইত্যাদি থাকতে
পারে।
আর সহজে বুঝে নিতে গেলে ভাবুন এটা হচ্ছে আপনার সাইটের মানচিত্র, যার মাধ্যমে সার্চ ইঞ্জিনগুলো সহজে আপনার সাইটের বিভিন্ন বিষয়গুলো খুজে দেখতে পারবে।
এবার কথা হচ্ছে কেন sitemap ব্যাবহার করবেন?
শুরুতেই বলে দিয়েছে sitemap এর মাধ্যমে সার্চ ইজ্ঞিনগুলো আপনার সাইটের বিভিন্ন বিষয় সহজে খুজে দেখতে পারবে। যদিও কথাটা সযক্ষেপে বললাম, এবার একটু বিস্তারিত বলে নিই।
ধরেন আপনি একটা নতুন জায়গায় বেড়াতে গেলেন। কিন্তু আপনি ওখানের কিছুই চিনেন না বা কেউ আপনাকে চিনে না । এর ফলে কি হবে? আপনি এলাটা ঘুরেও দেখতে পারবেন না ।
কিন্তু যদি আপনার কাছে ঐ এলাকার একটি map বা মানচিত্র থাকে তবে সহজে সেটি দেখি আপনি এলাকাটা ঘুরে দেখতে পারবেন।
ঠিক sitemap ও হচ্ছে এমন একটি জিনিস। আপনি যখন সাইট খোলেন তখন এটি গুগলের কাছে অপরিচিত থাকে। কিন্তু যখন আপনি গুগলের কাছে আপনার সাইটের একটি মানচিত্র বা sitemap জমা দিবেন তখন গুগল আস্তে আস্তে আপনার সাইটকে ভালোভাবে চেনা শুরু করবে। এবং আপনার সাইটের ইনডেক্স বাড়বে, সার্চ ইজ্ঞিনে ভালো রেঙ্কিং পেতে শুরু করবে।
এটাই আমার জানা সহজ ভাষায় সাইটম্যাপ :-P
তো আগামীতে দেখাতে চেস্টা করবো কিভাবে সাইটম্যাপ google webmaster tools এ এড করবেন।
বিঃদ্রঃ আমি কিছু পারিনা তবুও চেস্টা করলাম, ভুল হবে জানি। তাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুনোধ রইলো।
0 comments:
Post a Comment
পোস্টটি পড়ার পর যদি আপনার এ সম্পর্কিত কোন সমস্যা, তথ্য বা ত্রুটি পেয়ে থাকেন তবে দয়াকরে একটি কমেন্ট করুন।